National park
ভারতের জাতীয় উদ্যান:-
ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান (National park) প্রশ্ন প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করা হয়। তাই গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান তালিকা প্রদান করছি যা আসন্ন পরীক্ষায় আপনার স্কোর বাড়াতে সহায়ক হবে।
রাজ্য | জাতীয় উদ্যান |
---|---|
হিমাচল প্রদেশ | গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, ইন্দরকিলা জাতীয় উদ্যান, খীরগঙ্গা জাতীয় উদ্যান, পিন ভেলি জাতীয় উদ্যান, সিম্বালবারা জাতীয় উদ্যান। |
উত্তরাখণ্ড | জিম করবেট জাতীয় উদ্যান, গঙ্গোত্রী জাতীয় উদ্যান, নন্দাদেবী জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান, পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান। |
অন্ধ্র প্রদেশ | পাপিকোন্ডা জাতীয় উদ্যান, শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান, রাজিব গান্ধী জাতীয় উদ্যান। |
আসাম | কাজিরাঙা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান, ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান। |
বিহার | বাল্মীকি জাতীয় উদ্যান। |
গুজরাট | বাঁশবাঁ দা জাতীয় উদ্যান, ব্ল্যাকবাক জাতীয় উদ্যান, গির অরণ্য জাতীয় উদ্যান, মেরিন ন্যাশনাল পার। |
হরিয়ানা | কালেসার জাতীয় উদ্যান, সুলতানপুর জাতীয় উদ্যান। |
জম্মু ও কাশ্মীর | কিশতুর জাতীয় উদ্যান, সেলিম আলি জাতীয় উদ্যান, দাচিগাম জাতীয় উদ্যান,কিস্তোয়ার জাতীয় উদ্যান। |
কর্ণাটক | কুদ্রেমুখ জাতীয় উদ্যান, বন্দীপুর জাতীয় উদ্যান, ব্যানারঘাটা জাতীয় উদ্যান, অনশী জাতীয় উদ্যান, নাগারহোল জাতীয় উদ্যান। |
কেরালা | এরাভিকুলাম জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান, মথিকেটান শোলা জাতীয় উদ্যান,সাইলেন্ট ভেলি জাতীয় উদ্যান। |
মহারাষ্ট্র | সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, চান্দোলী জাতীয় উদ্যান, গুগামাল জাতীয় উদ্যান, নাভেগাঁওগাঁ জাতীয় উদ্যান। |
ওড়িশা | ভিতরকণিকা জাতীয় উদ্যান, সিমলিপাল জাতীয় উদ্যান। |
পশ্চিমবঙ্গ | বক্সা জাতীয় উদ্যান, গোরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, নেওরা উপত্যকা জাতীয় উদ্যান, সিঙ্গলীলা জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান। |
পাঞ্জাব | ভাঙ্গড়া, গিধা, ড্যাফ, ধামান, ভাণ্ড, নকল। |
রাজস্থান | ঝুমার, চাকরি, গণগোর, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনি, ঘাপাল, কালবেলিয়া। |
তামিলনাড়ু | কুমি, কোলাট্টম, কাবাদি। |
উত্তর প্রদেশ | নওটানকি, রাসলীলা, কাজরি, ঝোরা, চাপেলি, জয়তা। |
গোয়া | তারঙ্গামেল, কলি, দেখনী, ফুগদি, শিগমো, ঘোড, মোদনি, সাময়ী নৃত্য, জাগর, রণমলে, গনফ, টনন্যা মেল। |
মধ্য প্রদেশ | জাওয়ারা, মটকি, আড্ডা, খাদা নাচ, ফুলপাটি, গ্রিদা ডান্স, সেললার্কি, সেলাভাদনি, মাঞ্চ। |
ছত্তিশগড় | গৌড় মারিয়া, পান্থী, রাউত নাচা, পাণ্ডওয়ানি, বেদমতি, কাপালিক, ভরতারি চরিত, চন্দনাই। |
ঝাড়খণ্ড | অলকাপ, কর্ম মুন্ডা, অগ্নি, ঝুমার, জননী ঝুমার, মর্দানা ঝুমার, পাইকা, ফাগুয়া, হান্টা নাচ, মুন্ডারি নাচ, সরহুল, বড়ো, ঝিটকা, ডাঙ্গা, ডোমকাচ, ঘোড়া নাচ। |
অরুণাচল প্রদেশ | বুইয়া, চলো, ওয়াঞ্চো, পাসি কংকি, পনুং, পপির, বারদো ছাম। |
মণিপুর | ডল চোলাম, থাং টা, লাই হারাওবা, পুং চোলোম, খাম্বা থাইবি, নুপা নৃত্য, রাসলীলা, খুবাক ইশেই, লাহু শা। |
মেঘালয় | কাশাদ সুক মাইন্সিয়েম, নংক্রেম, লাহো। |
নাগাল্যান্ড | রংমা, বাঁশের নাচ, জেলিয়াং, নুসিরোলিয়ানস, গেথিংলিম, টেমাঙ্গনেটিন, হেটালিউলি। |
ত্রিপুরা | হোজগিরি। |
সিকিম | চু ফাত ডান্স, সিকমারী, সিংগী চাম বা স্নো লায়ন ডান্স, ইয়াক চাম, ডেনজং গেনহা, তাশি ইয়াংকু ডান্স, খুকুরি নাচ, চুটকি নাচ, মারুনি ডান্স। |
মিজোরাম | চেরো ড্যান্স, খুয়াল্লাম , ছাইলাম, সাওলাকিন, চাওংলাইজান, জংটালাম, পার লাম, সরলামকাই/ সোলাকিয়া, ট্লাংলাম, খানাতম, পাখুপিলা, চেরোকান |
তেলেঙ্গানা | পেরিনি শিবতন্দবম, কেইসাবাদী। |
লাক্ষাদ্বীপ | লাভা, কোলকলি, পরিচয়কালী। |
mcq প্রশ্ন ও উত্তর :-
Q.1) বিহু কোন রাজ্যের লোকনৃত্য?
- অন্ধ্রপ্রদেশ
- উত্তরপ্রদেশ
- তামিলনাড়ু
- আসাম
সঠিক উত্তর
Answer : 4. আসাম
Q.2) তারঙ্গামেল কোন রাজ্যের লোকনৃত্য?
- অন্ধ্রপ্রদেশ
- উত্তরপ্রদেশ
- গোয়া
- আসাম
সঠিক উত্তর
Answer : 3. গোয়া
Q.3) নিচের কোনটি লোকনৃত্য নয়?
- কথাকলি
- ভাঙ্গড়া
- লাবণী
- বিহু
সঠিক উত্তর
Answer : 1. কথাকলি
Q.4) নিচের কোনটি উত্তরপ্রদেশের লোকনৃত্য?
- ভাঙ্গড়া
- যক্ষগান
- নওটানকি
- বিহু
সঠিক উত্তর
Answer : 3. নওটানকি
Q.5) রাসলীলা ....... রাজ্যের লোকনৃত্য!
- উত্তরাখণ্ড
- মহারাষ্ট্র
- অসম
- বিহার
সঠিক উত্তর
Answer : 1. উত্তরাখণ্ড